ছবিতে কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান

ছবির উৎস, Getty Images
কাতারের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত জমকালো বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান।

ছবির উৎস, Getty Images
কাতার বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম রাখা হয়েছে লা-ইব। আরবি এ শব্দের অর্থ 'অত্যন্ত দক্ষ খেলোয়াড়'। আরবদের ঐতিহ্যবাহী সাদা রঙের পোশাক পরা লা-ইব দেখতে অনেকটা ক্যাসপার- দ্য ফ্রেন্ডলি ঘোস্টের মতো।
ছবির উৎস, Getty Images
বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দেশের জার্সি প্রদর্শন।
ছবির উৎস, Getty Images
উদ্বোধনী অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন হলিউডের খ্যাতিমান অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। তার সাথে ছিলেন ২০ বছর বয়সী ঘানেম আল মুফতাহ। এক বিরল রোগের কারণে জন্ম থেকেই তার পা নেই। তাদের দুজনেই বক্তব্যে বিশ্ব ঐক্য ও সাম্যের কথা ফুটে।
ছবির উৎস, Getty Images
মঞ্চে আলো ছায়ার খেলায় বিশ্ব মানচিত্রের ওপর মরুভূমি ও মহাসাগরের আবহ তৈরি করা হয়।
ছবির উৎস, Getty Images
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জং কুক। এবারের বিশ্বকাপের থিম সং 'ড্রিমার্স' গানেই পারফর্ম করেন তিনি।
ছবির উৎস, Getty Images
জং কুকের সাথে পারফর্ম করেছেন কাতারের খ্যাতিমান গায়ক ফাহাদ আর কুবাইসি।
ছবির উৎস, Getty Images
উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের ঐতিহ্যবাহী লোকনৃত্য আরধা প্রদর্শিত হয়। তলোয়ার হাতে এই নৃত্যকে কাতারে বেদুইন উপজাতিদের সংগ্রামের প্রতীক বলা হয়।
ছবির উৎস, Getty Images
বিশ্বকাপ মঞ্চে কাতার তাদের ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে।
ছবির উৎস, Getty Images
কাতার বিশ্বকাপ উদ্বোধনীতে চোখ ধাঁধানো আলোর খেলা।
ছবির উৎস, Getty Images
অনবদ্য ড্রামস পারফর্মেন্স।
ছবির উৎস, Getty Images
উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল আতশবাজির খেলা।