হীরক জয়ন্তীর স্মরণিকা বিবিসি লাইভ! এখানে পড়ুন, ডাউনলোড করুন

বিবিসি লাইভ!
বিবিসি বাংলা ১১ই অক্টোবর ২০১৬য় পূর্ণ করেছে তার ৭৫ বছরের যাত্রা।
এই উপলক্ষে বিবিসি বাংলা প্রকাশ করেছে একটি তথ্যবহুল স্মরণিকা "বিবিসি লাইভ!" এই নামে।
নানা ঘটনায় সমৃদ্ধ এই প্রতিষ্ঠানের চলার পথে যেসব সাংবাদিক ও কর্মী এই সংস্থায় কাজ করে গেছেন বা করছেন তারা এই স্মরণিকায় তুলে ধরেছেন তাদের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে খবর সংগ্রহের পেছনের নানা কাহিনি।
থাকছে রেডিও দিয়ে যাত্রা শুরু করে কীভাবে বিবিসি বাংলা এখন টেলিভিশন আর ডিজিটাল সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
কীধরনের চ্যালেঞ্জ সামনে রেখে এগিয়েছে বিবিসি বাংলা তার সম্পাদকীয় নীতি আর সাংবাদিকতার মূল্যবোধ নিয়ে তা ছড়িয়ে রয়েছে সচিত্র এই স্মরণিকার পাতায় পাতায়।