করোনাভাইরাস
প্রধান খবর
টিকা নেবার পরও লোকে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে কেন?
সারা পৃথিবীতেই করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়ছে। কেন টিকা নেবার পরও লোকে কোভিডে আক্রান্ত হচ্ছেন? এর অর্থ কি এই যে টিকায় কোন কাজ হচ্ছে না?
একজন কোভিড রোগী অন্যের জন্য কতদিন বিপজ্জনক
করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট অস্বাভাবিক দ্রুতহারে মানুষকে আক্রান্ত করছে। কিন্তু আমরা কি জানি আক্রান্ত কোনো ব্যক্তিকে কতদিন অন্যের কাছ থেকে আলাদা থাকতে হবে?
অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের দেহে যেসব উপসর্গ দেখা দেয়
অমিক্রন যে অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কম ক্ষতিকর, সেটি বলার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি - বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীদের চোখে অমিক্রন একটি 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন'।
সব কোভিড রোগী অ্যান্টিভাইরাল এবং ব্যয়বহুল সিটি স্ক্যান কতটা জরুরি
বাংলাদেশে বেশ কিছু রোগী বলছেন করেনার এমনকি মৃদু উপসর্গ দেখা দিলেও তাদের অ্যান্টিভাইরাল নেয়ার পরামর্শ দেয়া হয়েছে, যা অনেকের জন্যই বেশ ব্যয়বহুল।
বদলে যাচ্ছে কোভিড ভাইরাস, যা জেনে রাখা জরুরি
করোনাভাইরাসের জীবাণু দ্রুত নিজেকে বদলে ফেলছে এবং আরো মারাত্মক সংক্রামক রূপ নিয়ে হাজির হচ্ছে। করোনার ভ্যাকসিন এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকর হবে?
---
ভিডিও, আপনি অমিক্রন সংক্রমিত হয়েছেন কিনা - কীভাবে বুঝবেন?, স্থিতিকাল 2,28
করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে অনেকের কাছেই এটা নিছক ঠাণ্ডা লাগা বলে মনে হতে পারে। কারো কারো ফুসফুসের ওপরের দিকেও ব্যাথা হতে পারে। আরো যেসব উপসর্গ থাকবে:
ভিডিও, কোভিড টিকা নিয়ে যত সন্দেহ, আপনার প্রশ্ন ও উত্তর, স্থিতিকাল 2,35
টিকা পাওয়া গেলেও অনেকেই সেই টিকা নেওয়ার ব্যাপারে উদ্বিগ্ন না হলে সন্দিহান থাকেন। মানুষের এমনই সাধারণ কিছু প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে।
ভিডিও, করোনাভাইরাস ভ্যাকসিন নেয়ার আগে যা জানা জরুরি, স্থিতিকাল 3,37
কোন কোন সমস্যা থাকলে টিকা নেয়ার আগে সতর্ক থাকতে হবে? করোনাভাইরাসে আগে আক্রান্ত হলে কি টিকা দেয়া লাগবে? টিকাগুলোর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোই বা কী?
ভিডিও, সেরে ওঠা ব্যক্তি কি ফের আক্রান্ত হতে পারেন?, স্থিতিকাল 4,38
করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হওয়া কি আদৌ সম্ভব? একবার করোনাভাইরাসে আক্রান্ত হলে কেউ কি আবার আক্রান্ত হতে পারে?
ভিডিও, ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাতটি পরামর্শ, স্থিতিকাল 4,36
করোনাভাইরাস সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রান্ত করে। তাই ফুসফুসের প্রতি বিশেষ যত্নশীল হতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কীভাবে এই যত্ন নেবেন, দেখে নিন কিছু টিপস:
ভিডিও, হাত ধুতে গিয়ে পানি অপচয় হচ্ছে নাতো?, স্থিতিকাল 2,08
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কুড়ি সেকেন্ড হাত ধুতে গিয়ে পানির অপচয় কীভাবে ঠেকাবেন? কীভাবে সবকিছু জীবানুমুক্ত রেখে তা করবেন?
ভিডিও, প্রথম পরীক্ষামূলক টিকা নিল যারা, স্থিতিকাল 1,17
করোনাভাইরাসের একটি টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে কিছু মানুষের ওপর। এটি সফল হলে তা হবে এই মহামারির বিরুদ্ধে এক বিরাট বিজয়।
ভিডিও, ভ্যাকসিন কী, কীভাবে তৈরি হয়?, স্থিতিকাল 2,06
বিপুল সংখ্যক মানুষকে কোভিড-১৯ থেকে রক্ষা করার একটা উপায় হলো ভ্যাকসিন বা টিকা আবিষ্কার। কিন্তু এই টিকা তৈরি কতটা সহজ? কত দ্রুত করোনাভাইরাসের টিকা তৈরি হবে বলে আমরা আশা করতে পারি?
ভিডিও, লকডাউনের মানসিক চাপ কিভাবে কমাবেন?, স্থিতিকাল 3,32
হোম কোয়ারেন্টিনে বা লকডাউন চলাকালে দীর্ঘ সময় ঘরবন্দী অবস্থায় থেকে সৃষ্টি হওয়া মানসিক চাপ কিভাবে কমাবেন? দেখে নিন মনোবিদ মেহতাব খানমের দেয়া টিপস।
ভিডিও, গর্ভবতী নারীরা ঝুঁকি কমাতে যা করবেন, স্থিতিকাল 3,02
করোনাভাইরাস আক্রান্ত মায়ের গর্ভের শিশুরও কি আক্রান্ত হবার সম্ভাবনা আছে? শিশু কি আক্রান্ত মায়ের দুধ খেতে পারবে?
ভিডিও, প্রবীণদের সুরক্ষায় যা করবেন, স্থিতিকাল 3,04
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা। এই সময়ে তাদের দরকার বাড়তি যত্ন। এজন্য কী কী বিষয় মাথায় রাখতে হবে জানতে দেখুন ভিডিওটি:
ভিডিও, দূরত্ব বজায় চলা কতটা জরুরি? লাভ কী?, স্থিতিকাল 3,05
সামাজিক দূরত্ব বলতে কতটা দূরে থাকা বোঝানো হচ্ছে? এটা কেন দরকার? সরকার যে সামাজিক দূরত্বের কথা বলছে সেটায় লাভ কী হবে? দেখুন ভিডিওতে
ভিডিও, আপনিও এসব ভুল করছেন না তো?, স্থিতিকাল 2,44
মাস্ক ব্যবহার বা সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই কী আপনি নিরাপদ? আপনার ছোটখাট কিছু অসতর্কতা কিংবা খারাপ অভ্যাসও কিন্তু ডেকে আনতে পারে বিপদ।
ভিডিও, বিজ্ঞানীরা এখনও যা জানেন না, স্থিতিকাল 2,32
চীনে উদ্ভূত হওয়া এই ভাইরাস বিশ্বের পাঁচ লাখেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস সম্পর্কে অনেক তথ্য এখনও জানা নেই বিজ্ঞানীদের।
ভিডিও, করোনাভাইরাস সম্পর্কে যা না জানলেই নয়, স্থিতিকাল 5,06
সম্প্রতি করোনাভাইরাস নামে একটি ভাইরাসে উদ্বিগ্ন বিশ্ববাসী। কিন্তু এই ভাইরাসটি আসলে কতটা উদ্বেগের কারণ আর করণীয়ই বা কী?
ভিডিও, সুরক্ষায় যে সতর্কতা প্রয়োজন, স্থিতিকাল 3,51
করোনাভাইরাস প্রতিরোধ করার প্রথম ধাপই হল ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা।
ভিডিও, কোয়ারেন্টিন কী, কেন ও কীভাবে করা হয়?, স্থিতিকাল 4,57
করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে আগত নাগরিকদের ১৪ দিনের বিশেষ কোয়ারান্টিনে রাখা শুরু হয়েছে। কিন্তু এটি আসলে কী আর এটির প্রয়োজন কতখানি?
ভিডিও, মুখ, নাক বা চোখে হাত না দিয়ে কি থাকা যায়?, স্থিতিকাল 2,12
করোনাভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকরা হাত দিয়ে মুখমণ্ডল স্পর্শ না করতে বলছেন। কীভাবে মানুষের পক্ষে তা সম্ভব?
ভিডিও, কীভাবে আপনার ফোনটি নিরাপদ রাখবেন, স্থিতিকাল 1,36
করোনাভাইরাসের কারণে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের মোবাইল ফোনটিও পরিষ্কার করে জীবাণুমুক্ত রাখতে চাইছেন? কিন্তু কীভাবে করবেন?
ভিডিও, ভাইরাসের বিশ্বব্যাপী মহামারির যত ইতিহাস, স্থিতিকাল 1,58
বিশ্বে গত একশ বছরে বেশ কয়েকবার নতুন নতুন ভাইরাসের সর্বব্যাপী সংক্রমণে কোটি কোটি মানুষের প্রাণ গেছে। কোভিড ১৯ সেই ইতিহাসে সর্বশেষ সংযোজন।
ভিডিও, মাস্ক কি ভাইরাস ঠেকাতে পারে, স্থিতিকাল 1,51
করোনাভাইরাসের কারণে মাস্কের চাহিদা বেড়ে গেছে। কিন্তু ভাইরাস ঠেকাতে কতটা কাজ করে এসব মাস্ক?
ভিডিও, করোনা সংক্রমণের দ্বিতীয় একটা ঢেউ কি আসবে?, স্থিতিকাল 2,24
মহামারি প্রাদুর্ভাবের অতীত ইতিহাস থেকে দেখা গেছে মহামারি আবার ফিরে আসে। কিন্তু কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউ কি আসতে পারে?
---
করোনাভাইরাসের ভারতীয় ধরনটি আসলে ঠিক কী?
ভারতে শনাক্ত করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট বা ধরণ এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। কতটা ভয়াবহ এটি?
ব্রেন ফগ কী, কেন হয়, চিকিৎসা কী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠার পরেও নানা রকম জটিলতায় ভোগেন অনেকে। তার মধ্যেই একটি ব্রেন ফগ।
করোনা-পরবর্তী 'ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন' সম্পর্কে যা জানা প্রয়োজন
বিশেষ করে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে অনেকে সুস্থ হওয়ার পর আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন বা কালো ছত্রাকে। এটি আসলে কী? কতটা ভয়াবহ এই ছত্রাক?
করোনা টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ না পেলে কী হবে
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা পেয়েছেন, কিন্তু টিকার সংকটে দ্বিতীয় ডোজ টিকা পাবেন কিনা, এরকম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ১৩ লাখের বেশি মানুষ। তাদের টিকার কী হবে?
কোভিড থেকে সেরে ওঠার পরও যেসব জটিলতা থেকে যায়
করোনাভাইরাসে আক্রান্ত এমন অনেকেই সেরে ওঠার পরও অন্যান্য নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগেছেন বলে জানা গেছে।
করোনার টিকাদান আপনার দেশে কীভাবে এগোচ্ছে?
ভ্যাকসিন বিতরণের প্রশ্নে সব দেশে বহু মানুষের মুখে এখন একটাই বড় প্রশ্ন- আমার টিকা কখন হবে?
ভ্যাকসিন নিয়ে আপনার যত প্রশ্ন ও তার উত্তর
বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি। এই টিকা কারা পাবেন? পেতে কী করতে হবে? পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না? টিকা নেয়ার পর কী ব্যবস্থা? কাদের টিকা নেয়া উচিৎ আর কাদের উচিৎ না?
নিজেকে আক্রান্ত মনে হলে কী করবেন, কোথায় যাবেন?
আপনি যদি বুঝতে পারেন যে, আপনার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের একাধিক লক্ষ্মণ দেখা যাচ্ছে, তাহলে কী করবেন?
করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন
করোনাভাইরাসের লক্ষণ ও চিকিৎসা কী, কীভাবে ঠেকাবেন, কতটা মারাত্মক, কোথা থেকে এলো, কোন্ কোন্ দেশে কত ব্যাপক ও দ্রুত ছড়াচ্ছে।
বাড়িতে বসে চিকিৎসা: যে ছয়টি বিষয় মনে রাখবেন
সারা পৃথিবীতে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের ৮০ শতাংশেরও বেশি বাসায় থেকে নানাভাবে উপশমের চেষ্টা করছেন। এক্ষত্রে চিকিৎসকদের কিছু পরামর্শ রয়েছে।
যেভাবে বানাবেন আপনার নিজের ফেসমাস্ক
মুখ ঢাকার জন্য ঘরে বসে কীভাবে বানাবেন বিভিন্ন ধরনের মাস্ক জেনে নিন তার বিস্তারিত নির্দেশাবলী। ধাপে ধাপে কীভাবে বানাবেন তা ব্যাখ্যা করেছি আমরা ছবিসহ।
ফুসফুস দীর্ঘমেয়াদে বিকল হতে পারে?
কোভিড-১৯ যাদের কাবু করে দিচ্ছে, যাদের হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে এই ভাইরাস কীভাবে তাদের ফুসফুসকে ধ্বংস করছে তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল।
সুস্থ হয়ে উঠতে কতদিন লাগে?
সুস্থ হয়ে ওঠার বিষয়টি নির্ভর করবে আপনি কতটা অসুস্থ হয়ে পড়েছিলেন তার ওপরে। অনেক মানুষ সামান্য কিছু উপসর্গ নিয়েই দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কিন্তু অন্যদের জন্য এটা দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়ায়।
স্বাদ-গন্ধ কমলেই রেড এলার্ট
একাধিক গবেষণা বলছে, করোনাভাইরাসে আক্রান্ত বহু রোগী স্বাদ-গন্ধের অনুভূতি হারিয়ে ফেলছে। এক বিশেষজ্ঞ বলছেন, জ্বর-কাশির বদলে কোনো কোনো ক্ষেত্রে স্বাদ-গন্ধ চলে যাওয়াটাই একমাত্র উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে।
আপনি কি দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন?
এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে কি না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা বুঝলে আমরা জানতে পারব কীভাবে এই মহামারি থামবে।
কীভাবে কাজ করবে প্লাজমা থেরাপি?
করোনাভাইরাস চিকিৎসায় শনিবার থেকে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপির কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু কীভাবে এই পদ্ধতি কাজ করে?
'হার্ড ইমিউনিটি' সম্পর্কে যেসব তথ্য জেনে রাখতে পারেন
বাংলাদেশের একজন বিশেষজ্ঞ বলেছেন, লকডাউনে কাজ হচ্ছে না, 'হার্ড ইমিউনিটি' বাংলাদেশের একমাত্র পথ। কিন্তু 'এর জন্য মূল্য দিতে হবে' বলছেন আরেকজন বিশেষজ্ঞ।
একটি গাছ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যে কারণে চাঞ্চল্য?
মাদাগাস্কারে আর্টেমিসিয়া নামে একটি স্থানীয় উদ্ভিদ থেকে তৈরি পানীয় ব্যবহার করা হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধের জন্য। কিন্তু এটা কি সত্যি কার্যকর?
করোনাভাইরাস এবং সেক্স: কী কী জানা প্রয়োজন
করোনাভাইরাস মহামারি চলাকালীন যৌনজীবন সম্পর্কে আপনার কী কী প্রয়োজন? দু'জন বিশেষজ্ঞ প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন।
পৃথিবী বদলে দেয়া পাঁচ ঘটনা এবং 'কালো রাজহাঁস'
সোভিয়েত সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো। নাইন-ইলেভেন। ২০০৮ সালের আর্থিক ধস। আরব বসন্ত। করোনাভাইরাস মহামারি। গত তিরিশ বছরে দুনিয়াকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে এসব ঘটনা। কেন এগুলোকে ‘ব্ল্যাক সোয়ান’ বা কালো রাজহাঁস ঘটনা বলা হয়?
মহামারির উৎস কি চোরাইপথে আসা এই প্রানীটি?
প্যাঙ্গোলিন নামে একটি প্রাণী যা চোরাই পথে চীনে নিয়ে গিয়ে বিক্রি করা হয় - তার দেহে এমন একটি ভাইরাস পাওয়া গেছে যা কোভিড নাইনটিনের সাথে 'ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।'
বেজি, নেউল, কচ্ছপ - কে ছড়ালো ভাইরাস?
কোভিড নাইনটিন সংক্রমণে বাদুড় আর মানুষের মাঝে ছিল আরেকটি কোন প্রাণী। কিন্তু বিজ্ঞানীরা কেন তার হদিশ পাচ্ছেন না।
বর্তমান অবস্থা শেষ হতে কত সময় লাগবে?
বিশ্বজুড়ে একের পর এক শহর বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ বিদেশীদের আগমন বন্ধ করে দিয়েছে। এমনকি সামাজিক আচার-অনুষ্ঠানও বন্ধ। এ অবস্থা কতদিন চলবে?
গরম পানীয় কি ভাইরাস দূর করতে পারে?
করোনাভাইরাস থেকে কীভাবে নিরাপদে থাকা যায়, তা নিয়ে অনেক ধরণের পরামর্শ ভেসে বেড়াচ্ছে ইন্টারনেটে। বিবিসি ফিউচার যাচাই করে দেখেছে যে, এসব পরামর্শের পেছনে কোন বাস্তবতা রয়েছে কিনা।
স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা কীভাবে ছড়িয়েছিল
করোনাভাইরাসে সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষের। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ভয়ঙ্কর এক মহামারি ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে যাতে মারা গিয়েছিল পাঁচ কোটিরও বেশি মানুষ। কীভাবে ছড়িয়েছিল সেটি?
কাদের মাস্ক ব্যবহার জরুরি, কাদের নয়
মুখের মাস্ক, হাত মোজা এবং অন্যান্য সুরক্ষা সরঞ্জাম সঠিক পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাহায্য করতে পারে। অনেকে বাড়িতেও মাস্ক তৈরি করে ব্যবহার করছেন। কিন্তু সেগুলো কি নিরাপদ?
দরিদ্র দেশগুলো কি টিকা পাবে?
কোভিড-নাইনটিনের টিকা আবিস্কারের জন্য রীতিমত প্রতিযোগিতা চলছে এখন। এ বছরেরর শেষ নাগাদই হয়তো টিকা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এই টিকা কি দরিদ্র দেশগুলোতে পৌঁছাবে? এটি কি ধনী দেশগুলো বা বড় ঔষধ কোম্পানিগুলোর একচেটিয়া মুনাফার পণ্য হয়ে উঠতে পারে?
মহামারি কীভাবে বদলে দেবে গুপ্তচরবৃত্তি
করোনাভাইরাস মহামারির পর প্রশ্ন উঠছে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে নজরদারি কি জাতীয় নিরাপত্তা নীতির কেন্দ্রে থাকা উচিত?
বাজার থেকে কেনা খাবার কতটা নিরাপদ?
যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তাতে বাজার থেকে কেনা কাঁচা তরিতরকারি বা অন্যান্য খাদ্যপণ্যের সঙ্গে ঘরে জীবাণু আসছে কীনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কী বলছেন বিশেষজ্ঞরা?
তরুণরাও মারাত্মক আক্রান্ত হতে পারে
শুরুতে যেরকম ধারণা করা হচ্ছিল যে করোনাভাইরাসের কারণে বয়স্ক ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, নতুন কয়েকটি পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর সেই ধারণা পাল্টানোর সময় এসেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
আক্রান্ত ব্যক্তির লাশ দাফনে ঝুঁকি আছে?
বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি এবং করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া আরেক ব্যক্তির লাশ দাফন করা নিয়ে মানুষের বাধার মুখে পড়তে হয়। অনেকের ধারণা কবর থেকে জীবাণু সংক্রমণ হতে পারে। আসলেই কি তাই?
করোনাভাইরাস ছড়ানো নিয়ে যত ষড়যন্ত্র তত্ত্ব
কে ছড়ালো করোনাভাইরাস - যুক্তরাষ্ট্র, চীন না ব্রিটেন? পশুর দেহ থেকে নাকি জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি থেকে এর উৎপত্তি? সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব ।
প্রতিষেধক তৈরির প্রক্রিয়া কতদূর?
করোনাভাইরাসের প্রতিষেধক বা ঔষধ আবিষ্কারের জন্য বিভিন্ন দেশে বিজ্ঞানী ও গবেষকরা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ঔষধ তৈরি করতে আসলে কতদিন লাগতে পারে?
যেসব ভুয়া স্বাস্থ্য পরামর্শ এড়িয়ে চলবেন
কচকচ করে রসুন খাওয়া, রূপার জলপান, রোদের মধ্যে বসে থাকা, আইসক্রিম খাওয়া বাদ - এধরনের নানা পরামর্শ দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জেনে রাখুন এগুলো সবই ভুয়া পরামর্শ।
যে সাতটি বিষয় মনে রাখবেন
মানুষ থেকে মানুষের দেহে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিচ্ছেন। এসব পরামর্শ মেনে চললে সংক্রমণ থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসব পরামর্শ কী?
টাকার মাধ্যমে ছড়াতে পারে কি?
হাত দিয়ে টাকা গোনার সময় মুখে হাত দিয়ে থুতু নিয়ে টাকায় লাগানোর একটা প্রবণতা বাংলাদেশে দেখা যায়। গতবছর একদল বাংলাদেশি গবেষক বলেছিলেন, টাকা ও পয়সায় তারা এমন ব্যাকটেরিয়া পেয়েছেন যা সাধারণত মলমূত্রে থাকে।
মাস্ক পরে কি ভাইরাস ঠেকানো যায়?
বিশ্বের বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। কিন্তু আসলেই কি এতে কাজ হয়? নাকি অন্য কোন ব্যবস্থা আছে ভাইরাস ঠেকানোর?
আলাদা থাকবেন যেভাবে
করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে বা এমন সন্দেহ হলে আক্রান্ত ব্যক্তিকে কীভাবে আশপাশের লোকজন থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে, তা জেনে নিন এখানে।
করোনাভাইরাস যেভাবে শরীরের ক্ষতি করে
গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানা গেলেও এরই মধ্যে এই ভাইরাস এবং এর ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর মহামারি সামাল দিতে হচ্ছে বিশ্বকে।
যাদের স্বাস্থ্য সমস্যা আছে তারা কী করবেন
করোনাভাইরাসে যে কেউই আক্রান্ত হতে পারেন। তবে যারা আগে থেকে বিশেষ কিছু অসুখে ভুগছেন তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এখানে তাদের জন্য বিশেষজ্ঞদের কিছু পরামর্শ তুলে ধরা হলো।
করোনাভাইরাস: অজানা কিছু প্রশ্ন এবং উত্তর
নতুন করোনাভাইরাস কত মানুষ সংক্রামিত হয়েছেন, কতটা মারাত্মক, কোথা থেকে এলো, আবহাওয়ার ভূমিকা কী এবং আরো কিছু প্রশ্নের উত্তর।
---
বাংলাদেশ মানচিত্র: কোন জেলায় কতজন আক্রান্ত
বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এবং তুলনামূলক চিত্র পাবেন এখানে।
বিশ্ব মানচিত্র: মৃত ও আক্রান্ত কোথায় কত?
দেখে নিন বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর হারের আপডেট।